পরিবহন শ্রমিকদের ১০ টাকা কেজিতে চাল বিতরণের দাবি

Passenger Voice    |    ০১:৫২ পিএম, ২০২১-০৪-১৮


পরিবহন শ্রমিকদের ১০ টাকা কেজিতে চাল বিতরণের দাবি

করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউনে বন্ধ থাকা দূরপাল্লার গণপরিবহনের শ্রমিকদের কষ্টে দিন কাটছে। লকডাউন আরও বাড়লে সরকার থেকে পরিবহন শ্রমিকদের জন্য ১০ টাকা কেজি দরে চাল বিতরণের দাবি করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী।

রোববার (১৮ এপ্রিল) দুপুরে রাজধানীর মহাখালী বাস টার্মিনালে লকডাউনে কর্মহীন পরিবহন শ্রমিকদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে এ দাবি জানান তিনি। ত্রাণসামগ্রী বিতরণের আয়োজন করেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব ও এনা পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার এনায়েত উল্যাহ।

ওসমান আলী বলেন, লকডাউনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পরিবহন শ্রমিকরা। আমরা সরকারের কাছে দাবি করেছিলাম পরিবহন শ্রমিকদের জন্য ১০ টাকা কেজি দরে চাল বিতরণ করার।

কিন্তু সরকারের পক্ষ থেকে সেটি করা হয়নি। লকডাউনে শিল্পকারখানা সব চলছে রাস্তায় গেলে লকডাউন বোঝা যায় না।

তারপরও আমরা লকডাউন মেনে চলছি। তাই ২১ এপ্রিলের পর লকডাউন বাড়লে সরকারকে বললো পরিবহন শ্রমিকদের জন্য ১০ টাকা দরে চাল বিক্রি করতে। আমরা দান নয়, টাকা দিয়ে কিনে নিতে চাই।

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব এনায়েত উল্যাহ বলেন, দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে করোনা। এটা কমাতে সরকার লকডাউন দিয়েছে। মহামারিতে শ্রমিকরা যাতে বেঁচে থাকতে পারে সে জন্য আমরা আজ ১২০০ পরিবহন শ্রমিকদের মাঝে ত্রাণ বিতরণ করেছি।

তিনি বলেন, আমি দেশের সব পরিবহন মালিক, মালিক সমিতি ও পরিবহন কোম্পানির নেতাদের লকডাউনে কর্মহীন শ্রমিকদের মাঝে ত্রাণ ও আর্থিক সহায়তা দেওয়ার অনুরোধ জানাব। সবাই যেন সহযোগিতার হাত বাড়িয়ে দেন।

এনায়েত উল্যাহ আরও বলেন, মহাখালী থেকে ত্রাণ বিতরণ শুরু করেছি, এই সহায়তা সারাদেশে পরিবহন শ্রমিকদের দেওয়া হবে।